Apan Desh | আপন দেশ

বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩১, ২ ফেব্রুয়ারি ২০২৫

বাঁশ দিয়ে রাস্তা আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা 

ছবি : আপন দেশ

বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মহাখালী-গুলশান সড়কের তিতুমীর কলেজের সামনে বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এ সময় আন্দেলনরত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে। এদিকে রাস্তা অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে বেশ কয়েকজনকে। 

তাইমুর নামে বেসরকারি চাকরিজীবী এক ব্যক্তি বলেন, ‘শিক্ষার্থীরা প্রতিদিন নাটক করছে। তাদের কারণে প্রতিদিন ঝামেলায় পড়তে হচ্ছে। জনদুর্ভোগের কথা চিন্তা করছে না। সরকার হাত-পা গুটিয়ে বসে আছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন তা বোধগম্য নয়।’

আজ পঞ্চম দিনের মতো অনশনও চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টা পর্যন্ত চার শির্ক্ষাথী অসুস্থ হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আজও আমরণ অনশনের পাশাপাশি ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এই কর্মসূচির আওতায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়।

শিক্ষার্থীদের সাত দফা দাবি হলো—

১. তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত বা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় আইন’ এবং ‘জার্নালিজম’ সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়