
ছবি: আপন দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা। হিন্দু সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পূজার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন দুই উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন, ঢাবি শিক্ষক-শিক্ষার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা।
জানা গেছে, দেশের সবচেয়ে বড় সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। পূজা উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজারও পুণ্যার্থী এসে জড়ো হয়েছেন।
এদিকে জগন্নাথ হল ছাড়াও ঢাবির বিভিন্ন বিভাগে আরও ৭২টি পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং অনুষদ তাদের নিজ নিজ মণ্ডপ নিয়ে বসেছেন। প্রতিটি বিভাগের নিজস্ব কারুকাজে সাজানো হয়েছে এসব মণ্ডপ।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।