
ছবি: আপন দেশ
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, নতুনরা বিপ্লব করেছে, তাই আমরা কথা বলতে পারছি। দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দৈনিক আমার দেশ প্রকাশিত হয়েছে। আমি তরুণদের প্রতি কৃতজ্ঞ।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, ‘সাংবাদিকতার ক্ষেত্রে করপোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন এবং রাজনীতি—এ চারটি বড় বাধা। এগুলো অতিক্রম করতে পারলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব হবে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগরসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা যে ভূমিকা রেখেছেন, তা আমার দেশ পত্রিকায় তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শিখিয়েছেন কীভাবে অন্যের বিপদে পাশে থাকতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা একাধিক দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার এবং দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ আরো অনেকে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।