
ছবি: আপন দেশ
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সরস্বতী পূজা উদ্যাপিত হয়। দিনব্যাপী এ আয়োজনে ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পূজা অনুষ্ঠিত হয়। যেখানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর আশীর্বাদ কামনা করেন। এরপর ১০টায় অঞ্জলি প্রদান করা হয়। পূজার আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। যা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় আয়োজনের প্রশংসা করেন। এছাড়া মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। যেখানে শিক্ষার্থীসহ ক্যাম্পাসের সবাই অংশ নেন।
মধ্যাহ্নভোজ শেষে কিছুক্ষণ বিরতির পর শুরু হয় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, যার মধ্যে ছিল বালিশ খেলা, হাঁড়িভাঙা, মোমবাতি দৌড় ও লাঠিখেলা। খেলাধুলায় অংশগ্রহণকারীদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যায় আয়োজিত হয় আরতি অনুষ্ঠান। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নাটক, সংগীত ও বিভিন্ন সৃজনশীল পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের একপর্যায়ে রাফেল ড্র বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সবশেষে ঐতিহ্যবাহী ধুনুচি নৃত্যের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। সার্বিকভাবে, দিনটি ছিল আনন্দমুখর ও উৎসবমুখর। যা নিটার পরিবারকে আরও ঐক্যবদ্ধ করেছে।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।