Apan Desh | আপন দেশ

নিটার পরিদর্শনে এসে বিটিএমএ সভাপতির উন্নয়নের প্রতিশ্রুতি 

নিটার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ৪ ফেব্রুয়ারি ২০২৫

নিটার পরিদর্শনে এসে বিটিএমএ সভাপতির উন্নয়নের প্রতিশ্রুতি 

ছবি: আপন দেশ

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ মিলনমেলা ও মেজবান উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে তিন হাজারেরও বেশি বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) মিলনমেলায় বিটিএমএ'র প্রেসিডেন্ট ও নিটার গভর্নিং বডির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

নিটার কর্তৃপক্ষ আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- নিটারের গভর্নিং বডির বিটিএমএ'র পরিচালক মো. খোরশেদ আলম, লিটল ষ্টার স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ফারিহা গ্রুপের চেয়ারম্যান মো. মনির হোসেন।

অনুষ্ঠানে যোগ দিয়ে নিটার ক্যাম্পাস পরিদর্শন করেন অতিথিরা। এ সময় বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষক ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো অপর্যাপ্ত ক্লাসরুম, ছাত্র ও ছাত্রী হোস্টেলের অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রোক্রিউরমেন্ট টিমের দায়িত্বহীনতা।

অতিথিরা ছাত্রী হোস্টেল পরিদর্শন করেন। সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ দেখে গভীর দুঃখ প্রকাশ করেন। তারা শিক্ষার্থীদের দ্রুত পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জানা যায়, শিগগিরই ছাত্রী হোস্টেল ও শিক্ষকদের জন্য আলাদা কোয়ার্টারের ব্যবস্থা করা হবে।

এছাড়াও প্রোক্রিউরমেন্ট টিমের গাফিলতির বিষয়ে তিনি অত্যন্ত হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, এভাবে চলতে পারে না, পরিবর্তন আনতেই হবে অতিসত্বর। 

তিনি আরও জানান, নবগঠিত প্রোক্রিউরমেন্ট টিমে দায়িত্বশীল শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা যেতে পারে, যাতে গাফিলতির পুনরাবৃত্তি না হয়।

ক্লাসরুম সংকটের সমাধানে শিগগিরই একটি নতুন মাস্টারপ্ল্যান গ্রহণ করা হবে বলে জানান বিটিএমএ'র প্রেসিডেন্ট। এছাড়া যোগ্য শিক্ষার্থীদের উচ্চতর ডিগ্রিতে সহায়তার জন্য স্কলারশিপ ব্যবস্থা চালু করার পরিকল্পনা জানান তিনি।

নিটার সাবেক শিক্ষার্থীদের নিটারের সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। তিনি জানান, ভবিষ্যতে নিটার-এর একাডেমিক ও প্রশাসনিক পদে নিয়োগ পরীক্ষায় নিটার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

নিটার-এর উন্নয়ন ও সমস্যা সমাধানে বিটিএমএ অগ্রণী ভূমিকা পালন করবে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিটিএমএ'র প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়