Apan Desh | আপন দেশ

জাবির পোষ্য কোটা বাতিল ঘোষণা 

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫

জাবির পোষ্য কোটা বাতিল ঘোষণা 

ছবি : আপন দেশ

শিক্ষার্থীর দাবির মুখে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পোষ্য কোটা বাতিল ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভা শেষে এ ঘোষণা দেন। 

এ সময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। আজকে (সোমবার) প্রায় সাত ঘণ্টা যাবৎ তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেছে। তাদের দাবির প্রেক্ষিতে আমরা কর্মকর্তা, কর্মচারীদের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করি। আলোচনায় তারা শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা নিয়ে পোষ্য কোটা বাতিলের মত দেয়। এরপর আমরা কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভায়  আলোচনা করে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল করি

এ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত এক শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, পোষ্য কোটাকে বাতিল ঘোষণা করায় উপাচার্য স্যারকে ধন্যবাদ। আমরা দীর্ঘ সাত ঘণ্টা ধরে এখানে অবস্থান করার ফল আমরা পেয়েছি। এইজন্য আমরা আনন্দিত।

উল্লেখ্য, রোববার (০৩ ফেব্রুয়ারি) রাতে দুইদিন ধরে অনশনরত শিক্ষার্থীদের সংস্কারের আশ্বাস দিয়ে অনশন ভাঙান উপাচার্য। এদিকে পোষ্যদের কোটা সুবিধা ফিরিয়ে দেয়ার দাবিতে সোমবার সকলে আন্দোলন শুরু করে কর্মকর্তা–কর্মচারীরা। এসময় শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হলে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।    

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়