Apan Desh | আপন দেশ

মে’র তৃতীয় সপ্তাহে জাকসু নির্বাচন

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

মে’র তৃতীয় সপ্তাহে জাকসু নির্বাচন

ছবি : আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ২০২৫ সালের মে মাসের তৃতীয় সপ্তাহে (২১ মে’র মধ্যে) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশন জাকসু গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করবে এবং নির্বাচনের তফসিল এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঘোষণা করা হবে।

দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর অবশেষে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এলো। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকে শিক্ষার্থীরা নির্বাচনের দাবি আরও জোরালো করে তোলে। গত বছর আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করে এবং প্রশাসনের কাছে দ্রুত জাকসু নির্বাচন দেয়ার আহবানন জানায়।

উল্লেখ্য, ১৯৯২ সালের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো জাকসু নির্বাচন হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়