
ছবি : আপন দেশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের নিয়ে গঠিত দ্যা সার্কেল অফ গ্রেটার কুষ্টিয়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আইসিটি বিভাগের শিক্ষার্থী অনিক আদনানকে সভাপতি এবং এফটিএনএস বিভাগের মাহফুজকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ) সংগঠনটির বিদায়ী সভাপতি ও শিক্ষক উপদেষ্টা স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রাসেল হোসেন, তামিম পারভেজ, নাফিজ উজ জামান, মেহেদী হাসান অর্ণব ও সজীব আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহসান হিরো ও মো. আরিফিন হোসেন আবির। সাংগঠনিক সম্পাদক তৌসিফ কবির ও মো. আজমল হোসেন। প্রচার সম্পাদক খন্দকার খাইরুল আলম নিশাত, দফতর সম্পাদক রায়ান উদ দৌলা এবং অন্যান্য।
উল্লেখ্য, স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় বৃহত্তর কুষ্টিয়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূল সম্পর্ক বৃদ্ধিই এ সংগঠনের মূল লক্ষ্য।
সভাপতি বলেন, আমাদের প্রিয় সংগঠন দ্যা সার্কেল অফ গ্রেটার কুষ্টিয়া অ্যাসোসিয়েশন বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের (কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা) শিক্ষার্থীদের একটি মিলনমেলা। শিক্ষার্থী সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও আমরা পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সকল কর্মকাণ্ড ও অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করে আসছি। এ যাত্রায় আমাদের শিক্ষক উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা এবং সংগঠনের অ্যালামনাইদের সর্বাত্মক সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।
আনন্দের বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সদস্য সংখ্যা বেড়েছে, যা আমাদের সংগঠনের শক্তিকে আরও সুদৃঢ় করেছে। আশা করছি, আমরা সবাই একসঙ্গে আগামীর কর্মসূচি ও অনুষ্ঠানগুলো আরও সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবো।
সাধারণ সম্পাদক বলেন, বৃহত্তর কুষ্টিয়া অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমার আরেকটি পরিবার, আমার প্রশান্তির স্থান। মাভাবিপ্রবিতে ভর্তি হয়ে বাসা থেকে দূরে আসার পর, ক্যাম্পাস জীবনের প্রথম পথচলাতেই আমি পরিচিত হই কিছু অসাধারণ ভাই-আপুর সঙ্গে, যাদের হাত ধরেই এ পরিবারের সদস্য হয়ে ওঠা। বিশেষ করে, আমার নিজ বিভাগ এফটিএনএস-এর রোকন ভাই, নূর ভাই এবং আসমা আপুর অবদান না বললেই নয়। তাদের স্নেহ, দিকনির্দেশনা ও ভালোবাসার মাধ্যমেই আজ আমি এ পরিবারের অংশ।
আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ যে, সকলের ভালোবাসা ও আস্থার জায়গা থেকে আমাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এটি আমার জন্য শুধুমাত্র একটি দায়িত্বই নয়, বরং আমার ভালোবাসার পরিবারের জন্য কাজ করার এক অনন্য সুযোগ। এ সুযোগে বৃহত্তর কুষ্টিয়া অ্যাসোসিয়েশন পরিবারের সকল সদস্যকে, বিশেষ করে নতুন কমিটির সকল সহযোদ্ধাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি, আমাদের সকল সিনিয়র ভাই-আপুকে কৃতজ্ঞতা জানাই আমার ওপর এ বিশ্বাস ও দায়িত্ব অর্পণ করার জন্য।
আমাদের সবার প্রতি আহবান থাকবে—এ সংগঠনকে আরও সমৃদ্ধ, গৌরবান্বিত ও অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমরা যেন একসঙ্গে কাজ করি। বৃহত্তর কুষ্টিয়া অ্যাসোসিয়েশন হবে আমাদের ঐক্য, সহযোগিতা ও উন্নয়নের এক উজ্জ্বল প্রতীক।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।