Apan Desh | আপন দেশ

বাকৃবিতে বঙ্গবন্ধু হলকে ‘মাওলানা ভাসানী’ নামকরণ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বাকৃবিতে বঙ্গবন্ধু হলকে ‘মাওলানা ভাসানী’ নামকরণ

মাওলানা ভাসানী হল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে ‘মাওলানা ভাসানী’ হল নাম দিয়েছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা হল প্রাঙ্গণে নতুন নামের ব্যানার উত্থাপন করেন।

হলের শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা সরকার যেভাবে সর্বত্র ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, আমরা সেই ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব রাখতে চাই না।

তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ আর রাফি বলেন, প্রশাসনিকভাবে হলের নাম এখনও পরিবর্তন হয়নি। গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন শুরু হয়।

ওই দিনই বাকৃবিতেও বঙ্গবন্ধু হলের নামফলকে শিক্ষার্থীরা কালি লেপে দেয় বলে জানতে পারি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়