
ছবি: আপন দেশ
ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহের চূড়ান্তপর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত এ কার্যক্রমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আগ্রহী তরুণ ও সক্রিয় শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।
প্রাথমিক পর্যায়ে প্রায় ছয় শতাধিক প্রার্থী আবেদন করেন। বাছাই প্রক্রিয়ায় মেধা, দক্ষতা এবং আগ্রহের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হয়। যাতে তারা ভবিষ্যতে দেশের কল্যাণে নেতৃত্ব দিতে সক্ষম হন।
সদস্য সংগ্রহ প্রক্রিয়া গত ২৫ জানুয়ারি শুরু হয়ে বুধবার (০৫ ফেব্রুয়ারি) পর্যন্ত অনলাইন ও অফলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চলে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মধ্যে থেকে চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। তিন ধাপের এ প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা, এরপর ফোকাস গ্রুপ ডিসকাশন এবং সর্বশেষ ভাইভার মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়। দিনব্যাপী মোট ষোলটি স্লটে আবেদনকারী শিক্ষার্থীদের ভাইভা অনুষ্ঠিত হয়।
ইভেন্টে বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, এ. এম. মোহাইমিনুর জোয়ারদার, অনিরুদ্ধ বিশ্বাস, আসিফ রহমান অপু, আক্তারুজ্জামান বাবু, ইয়াসিন আরাফাত, অনন্যা সাহা, রাসিবুল ইসলাম রোমান, মোহাম্মদ মাহফুজুর রহমান, শাহেদুজ্জামান সিফাত এবং মোহাম্মদ শাহিন।
ইউনিস্যাবের আঞ্চলিক সম্পাদক মো: শিহাব মিয়া বলেন, সংগঠনের কাজকে আরো বেগবান করতে নতুন স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয়তা অনুভব করে। তারই ধারাবাহিকতাই আগত স্বেচ্ছাসেবীদের জন্য রিক্রুটমেন্ট প্রোগ্রাম সফলভাবে শেস করতে পেরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া সহকারী আঞ্চলিক সম্পাদক জারিন তাসনিম কেয়া বলেন, "তরুণদের সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করতে ইউনিস্যাব সবসময় সচেষ্ট। নতুন সদস্যদের সৃজনশীল উদ্যোগ আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে"।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত ইউনিস্যাব রাজশাহী বিভাগ যুবসমাজের গঠনমূলক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিবছর ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজনের পাশাপাশি, ব্যক্তিগত দক্ষতা উন্নয়নমূলক সেমিনার ও কর্মশালা আয়োজন করে থাকে। করোনা মহামারির সময়ও সংগঠনটি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে ও বন্যাকবলিত মানুষের সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করেছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।