Apan Desh | আপন দেশ

ফেসবুকে জাবি শিক্ষার্থী দাবি করে প্রতারণা

জাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ফেসবুকে জাবি শিক্ষার্থী দাবি করে প্রতারণা

সাবরিনা তাবাসসুম তিশা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী বলে পরিচয় দিয়ে আসছিলেন সাবরিনা তাবাসসুম তিশা নামের এক তরুণী। এ মেয়ে বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ড তৈরি করে ফেসবুকে তার পরিচয় প্রচার করছিল।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বীর প্রতীক তারামন বিবি হল সংলগ্ন টারজান এলাকা থেকে তাকে আটক করেন। সন্দেহজনক মনে হলে তারা প্রথমে তাকে পরিচয় জানতে চান। তিশা প্রথমে দাবি করেন, তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী।

তবে হলে নাম জানতে চাইলে সে বারবার ভিন্ন ভিন্ন নাম দেয়— কখনো প্রীতিলতা, আবার কখনো রোকেয়া। এছাড়া, বিভাগের কোনো শিক্ষকের নাম বলতে পারলে না। যা তার কথায় সন্দেহ তৈরি করে।

৫৩ ব্যাচের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে যাচাই করে দেখেন, তিশা তাদের বিভাগের শিক্ষার্থী নন। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসে তুলে দেন। জানা যায়, মেয়েটি ইসলামনগরের একটি বাসায় ভাড়া থাকতেন।

এ বিষয়ে সাবরিনা তাবাসসুম তিশা বলেন, আমি ভর্তি পরীক্ষায় কোথাও চান্স পাননি। চান্স না পাওয়ায় বাড়িতে বলেছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। এখান থেকেই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছি।

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা জানান, তারা দীর্ঘদিন ধরে একটি ভুয়া ফেসবুক আইডি লক্ষ্য করে আসছিলেন। ওই আইডিতে নিজেকে তাদের বিভাগের শিক্ষার্থী বলে দাবি করা হচ্ছিল, অথচ তিশা কোনো সময় তাদের বিভাগের শিক্ষার্থী ছিলেন না।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়