
ছবি: আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বাস ভাঙচুরের ঘটনায় তথ্য-প্রমাণ চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি।
রোববার (০৯ ফেব্রুয়ারি) পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য সচিব হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি রাতে প্রধান ফটকে বাস আটকানো ও শিক্ষার্থী আহতসহ ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটি ৫ ফেব্রুয়ারি প্রথম সভা করে। সেখানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে লিখিত, অডিও বা ভিডিও প্রমাণ সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস সময়ে তদন্ত কমিটির সদস্য সচিবের কার্যালয় (পরিবহন অফিস, কক্ষ নং ১৩৬) বরাবর তথ্য জমা দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি বিভাগের ১৩ জন শিক্ষার্থী কুষ্টিয়া শহরের কাউন্টার থেকে এসবি পরিবহনের বাসে ওঠে। পরে তাদের পেছনে কাউন্টারে কথা না বলে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জনের মতো শিক্ষার্থীও বাসে ওঠে। তারা বাসে ওঠার প্রায় দশ মিনিট পর বাসের সুপারভাইজার কাউন্টারে কথা বলা ১৩ জনের বাইরে অন্য শিক্ষার্থীদের নেমে যেতে বলেন। পরে এ নিয়ে সুপারভাইজার ও শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অন্য বন্ধুদের খবর দিলে তারা প্রধান ফটকের সামনে থেকে বাসটি আটক করে। বাস আটক করার সময় মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী আহত হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।