
ছবি: আপন দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদ অধিভুক্ত ‘ডি’ ইউনিটের প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত ধারাবাহিকভাবে মোট পাঁচটি শিফটের পরীক্ষা হয়। জীববিজ্ঞান অনুষদে এদিন শুধু নারী শিক্ষার্থীরা অংশ নেন।
পরীক্ষা চলাকালে সকাল ১১টায় জীববিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাফরুহী সাত্তার জানান, এ বছর ‘ডি’ ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। ৩১০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি, ফলে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ২৮০ জন শিক্ষার্থী। তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষায় জাবির মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে দুই লাখ ৬২ হাজার ৪৯০টি। সে হিসাবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ১৪৫ জন শিক্ষার্থী।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।