
ছবি : আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গণতন্ত্র ধ্বংস ও গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের পূর্ব থানা আহবায়ক মো. রিপন মিয়া ও কোতোয়ালি থানা আহবায়ক মো. সোলেমান হোসেন রুবেলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাকৃবির কর্মকর্তা-কর্মচারীদের সন্তানসহ সাধারণ জনগণও অংশ নেয় বলে দাবি আয়োজকদের।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেও তার অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয়। গত ১৬ বছরে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং অসংখ্য রাজনৈতিক কর্মীকে গুম, খুন ও হত্যা করেছেন। যতদিন এসব অপরাধীদের বিচার না হবে, আন্দোলন চলতে থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।