Apan Desh | আপন দেশ

চাঁদাবাজির অভিযোগে জাবি ছাত্রদল কর্মীকে অব্যাহতি

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

চাঁদাবাজির অভিযোগে জাবি ছাত্রদল কর্মীকে অব্যাহতি

গোলাম রাব্বানী অর্ণব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকায় ফুচকা দোকানিদের কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গোলাম রাব্বানী অর্ণবকে ছাত্রদল জাবি শাখার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের গোলাম রাব্বানী অর্ণবের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, রোববার (০৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বটতলা এলাকায় ফুচকা দোকানিদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠে কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। দোকানিদের ভাষ্যমতে, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দোকানগুলোতে গিয়ে জানান, ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান চালানো নিষিদ্ধ। তবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ অর্থ (১ থেকে দেড় হাজার টাকা) দিলে ব্যবসা চালিয়ে যাওয়া যাবে।

দোকানিরা তাৎক্ষণিক টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা পরে এসে টাকা নেয়ার কথা বলেন। বিষয়টি ছাত্রদলের অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতা দোকানিদের কাছে গিয়ে সন্দেহভাজনদের ছবি দেখালে গোলাম রাব্বানী অর্ণবকে শনাক্ত করেন তারা। অভিযুক্ত অর্ণব অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সদস্য।  তিনি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী। 

তবে দোকানিদের দাবি, অভিযুক্তের সঙ্গে আরও দুজন ছিলেন, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়