Apan Desh | আপন দেশ

রাবি এএসএম-আরইউ  সভাপতি তোরণ, সম্পাদক তন্ময় 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

রাবি এএসএম-আরইউ  সভাপতি তোরণ, সম্পাদক তন্ময় 

ছবি : আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের (এএসএম-আরইউ) নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে মাহমুদুল হাসান তোরণকে সভাপতি ও তন্ময় বর্ধনকে সম্পাদক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তানজিলা আইরিন সূচনা, মো. সাইফুল ইসলাম শাকিল, পাবলিক রিলেশনস অফিসার তাজমিনুর রহমান, কোষাধ্যক্ষ নুসরাত জামান সাদিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান সৌরভ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক বর্ষা আক্তার, আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক অপ্সরা দাস, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি অর্পিতা পাল, ডেপুটি ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মাসুম আনাম শোভন, মো. মাসুম খান, দফতর সম্পাদক: তালহা হোসাইন, আইটি সেক্রেটারি মিজবাহুল আবেদিন সরকার, জয়েন্ট আইটি সেক্রেটারি মো. মারুফ হাসান।

মিডিয়া এন্ড কমিউনিকেশন সেক্রেটারি মো. ইমরান হাসান, প্রমোশন এন্ড পাবলিসিটি সেক্রেটারি মো. সোহানুর রহমান, পাবলিকেশন সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, পাবলিকেশন এন্ড প্রমোশন সেক্রেটারি তাসনিমা নওরিন সাদিকা এছাড়া শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আসিফ, কার্যনির্বাহী সদস্য ফাহিম বিন ওয়াহিদ, ফাতেমা ইসলাম রনি, মেহেদী হাসান স্মরন, মো. সিয়াম হোসাইন, ফারজানা ইয়াসমিন নওরিন, সাম্য বিশ্বাস, মেহেরুন্নেসা রিমি, বৃষ্টি তালুকদার, গীতি রাণী, তনুশ্রী চৌধুরী। 

উল্লেখ্য, এএসএম বিশ্বের সর্ববৃহৎ লাইফ সাইন্স বিষয়ক বিজ্ঞানীদের সংস্থা। এএসএম এর স্টুডেন্ট চ্যাপ্টার হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই এএসএম-আরইউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। ক্যারিয়ার কর্মশালা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা এবং কমিউনিটি ভিত্তিক সচেতনতা কার্যক্রমের মতো বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এএসএম-আরইউ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে জ্ঞান ও সচেতনতা প্রসার ও প্রচারে কাজ করে আসছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়