
ছবি: আপন দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ ইউনিট ও আইবিএ-জেইউ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ফলাফল ঘোষণা করা হয়। ‘ডি’ ইউনিটের ফলাফল জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার, ‘ই’ ইউনিটের ফলাফল ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ও আইবিএ-জেইউ এর ফলাফল ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নিকট হস্তান্তর করেন।
‘ডি’ ইউনিটের ফলাফল
‘ডি’ ইউনিটে মেয়েদের ১ম শিফটে পাশের হার ৪২.২১ শতাংশ, ২য় শিফটে ৪৫.৬০ শতাংশ, ৩য় শিফটে ৩৯.১৭ শতাংশ, ৪র্থ শিফটে ৩৮.৫৭ শতাংশ ও ৫ম শিফটে ৫৫.৫০ শতাংশ। সর্বমোট ৪৭ হাজার ৬৯২টি আবেদনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩৯ হাজার ৯৬৮ জন। পাশ করেছেন ১৭ হাজার ৬৬৪ জন, অর্থাৎ গড় পাশের হার ৪৪.২২ শতাংশ।
ছেলেদের ১ম শিফটে পাশের হার ৩৮.০২ শতাংশ, ২য় শিফটে ৪৭.৪৪ শতাংশ, ৩য় শিফটে ৪৩.০৪ শতাংশ ও ৪র্থ শিফটে ৩৮.২৩ শতাংশ। মোট আবেদন ছিল ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় অংশ নেয় ৩৩ হাজার ৬৪৯ জন। পাশ করেছেন ১৪ হাজার ৪ জন। গড় পাশের হার ৪১.৭০ শতাংশ।
‘ই’ ইউনিটের ফলাফল
‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রীদের পাশের হার ৬৬.৬৬ শতাংশ, বিজ্ঞান ও মানবিক বিভাগের ছাত্রীদের পাশের হার ৩৫.৪৪ শতাংশ। গড় পাশের হার ৫২.২২ শতাংশ। ছেলেদের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৫৮.৩৯ শতাংশ, বিজ্ঞান ও মানবিক বিভাগের পাশের হার ২৩.৭৩ শতাংশ। গড় পাশের হার ৫০.৩৩ শতাংশ।
আইবিএ-জেইউ এর ফলাফল
আইবিএ-জেইউতে ছেলেদের পাশের হার ২৮.৫৪ শতাংশ ও মেয়েদের ২৩.৬৬ শতাংশ। ছেলেদের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর (জিপিএসহ) ৭২.৮০ ও মেয়েদের ৭৪.৫৮।
আরও পড়ুন>>>জাবিতে ‘ই’ ইউনিটে উপস্থিতি ৮৭ শতাংশ
ছেলেদের মোট আবেদন সংখ্যা ছিল ২ হাজার ৮৩৪টি, পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১২২ জন। মেয়েদের মোট আবেদন সংখ্যা ১ হাজার ৮৫৪টি, পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ২৮৫ জন। গড় উপস্থিতির হার ৭৩ শতাংশ। মেধাতালিকায় ছেলেদের ২৫৪ জন ও মেয়েদের ২৫০ জনের নাম প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ভর্তি পরীক্ষা একটি টিমওয়ার্ক। আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল মাত্র তিন দিনের মধ্যে প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ফলাফল বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।