
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘শহীদ জাহিদ স্মৃতি আন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পাবনায় শহীদ জাহিদুল ইসলামের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাকে খেলা হিসেবে দেখে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবেনা। বন্ধুত্ব বজায় রাখা এবং পরাজয়কে সানন্দে গ্রহণ করতে হবে। পূর্বের সকল আন্দোলনের মতো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করতে হবে।
টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ অংশগ্রহণ করছে। আগামী ২২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অর্থনীতি বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে খেলা শুর হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে গত বছরের ৪ আগস্ট জাহিদুল ইসলাম (১৯) শহীদ হন। তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।