Apan Desh | আপন দেশ

জাবির এ ইউনিটের প্রশ্নপত্র থেকে উধাও দুই প্রশ্ন

জাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

জাবির এ ইউনিটের প্রশ্নপত্র থেকে উধাও দুই প্রশ্ন

ছবি: আপন দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একটি শিফটের প্রশ্নপত্রে ২টি প্রশ্ন বাদ পরার ঘটনা ঘটেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষার এক সেট প্রশ্নপত্রে ২ থেকে ৩ টি প্রশ্ন ছিল না বলে জানা যায়। 

পরীক্ষা শেষে, সমাজবিজ্ঞান অনুষদের কেন্দ্রের সামনে একাধিক পরীক্ষার্থীকে প্রশ্ন না থাকার অভিযোগ করতে দেখা যায়। দুটি প্রশ্নের অপশন থাকলেও কোনো প্রশ্ন সেখানে ছিল না। ইয়েলো সেটের একই প্রশ্নে দু’বার করে অপশন পেয়েছেন বলে জানান তারা। চতুর্থ শিফটেও একই ত্রুটি এবং একটি প্রশ্নের অপশনে কোনো উত্তরই ছিল না বলে জানিয়েছেন তারা।

পরীক্ষার সময় যখন শেষের দিকে তখন একজন পরিদর্শক বোর্ডে প্রশ্নগুলো লিখে দেন। তবে তারা ঠিক মতো উত্তর করতে পারেননি বলে জানান।

আরও পড়ুন>>>জাবির ‘ডি’, ‘ই’ ইউনিটসহ আইবিএ-জেইউ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শফিক নামের এক পরীক্ষার্থী জানান, তাদের কক্ষে তিনটি প্রশ্নের বিকল্প বোর্ডে লেখা হয়, আর একটি প্রশ্নের বিকল্প মুখে বলে দেয়া হয়। 

এ বিষয়ে জানতে চাইলে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন মাহবুব কবির বলেন, প্রিন্টিংয়ের ভুলের কারণে দুটি প্রশ্ন ছাপা হয়নি। তবে বিষয়টি নজরে আসার পর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে আমাদের জানানো হলে, আমরা প্রশ্নগুলো বলে দিতে বলেছিলাম।

তবে অনেক কেন্দ্রে শেষ সময়ে প্রশ্ন জানানো হয়েছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এতগুলো পরীক্ষাকেন্দ্রে এত দ্রুত জানানো সম্ভব ছিল না। আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছু ক্ষেত্রে দেরি হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়