Apan Desh | আপন দেশ

বাকৃবিতে দশ তলা ছাত্র হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বাকৃবিতে দশ তলা ছাত্র হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদের আবাসন সংকট কাটাতে একটি নতুন দশ তলা ছাত্র হল নির্মাণের কাজ শুরু হয়েছে। শহীদ জামাল হোসেন হলের স্থলে এ নতুন হলটি নির্মিত হবে। যেখানে প্রায় ১ হাজার ২০০ ছাত্রের থাকার সুবিধা থাকবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সামছুল আলম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, জামাল হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, পরিচালক (পরিবহন) প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহা. এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নতুন ছাত্র হলটির নির্মাণ কাজের জন্য ৮৬ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশন লিমিটেড এ প্রকল্পটির কাজ শুরু করেছে ৭৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৬৭৭ টাকায়। এটি বাস্তবায়ন করবে বাকৃবির প্রকৌশল শাখা।

এ নতুন হলটি ১৭ হাজার ১৮০ বর্গমিটার আয়তনের হবে। এতে ছাত্রদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। এটি বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা দূর করতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ সৃষ্টি করবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়