Apan Desh | আপন দেশ

জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৫৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা

মেহেদী হাসান হিমেল-শামসুল আরেফিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৪৫৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে মেহেদী হাসান হিমেলকে আহবায়ক এবং শামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে ২০৭ জনকে যুগ্ম আহবায়ক এবং ২৪৯ জনকে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে গত ডিসেম্বরে জবি শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এতে মেহেদী হাসান হিমেলকে আহবায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করা হয়।

পরবর্তীতে আহবায়ক কমিটির বিরুদ্ধে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদলের পদ বঞ্চিত কর্মী-সমর্থকরা। এরই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়