Apan Desh | আপন দেশ

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক চাকরিচ্যুত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে বাকৃবির অধ্যাপক চাকরিচ্যুত

ছবি সংগৃহীত

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হারুন অর রশিদ বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি), বিশ্ববিদ্যালয়ের অ্যাডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য প্রকাশ করা হয়।

আদেশনামায় বলা হয়, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদের বিরুদ্ধে মালয়েশিয়ান ছাত্রীর ওপর যৌন নিপীড়নের অভিযোগ উঠে। এ প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের আলোকে গত ১৪ অক্টোবর সিন্ডিকেটের জরুরি অধিবেশনে গৃহীত সিদ্ধান্তানুসারে তার অনুকূলে প্রেরিত চার্জশিটের দাখিলকৃত জবাব সন্তোষজনক হয়নি। ফলে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩২৭তম অধিবেশনে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) হ্যান্ডবুকের ৪ (১) (এফ) নং ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেয় সিন্ডিকেট অধিবেশন। 

আরও পড়ুন<<>> বাকৃবিতে দশ তলা ছাত্র হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর ড. হারুনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদে অধ্যয়নরত মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থী। অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৪ অক্টোবর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়