Apan Desh | আপন দেশ

রাবি কুমিল্লা জেলা সমিতির নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাবি কুমিল্লা জেলা সমিতির নতুন কমিটি গঠন

আব্দুর রহিম-তারিকুর রহমান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত কুমিল্লা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত কুমিল্লা জেলা সমিতির এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুর রহিম। সাধারণ সম্পাদক হয়েছেন ফলিত গণিত বিভাগের একই বর্ষের তারিকুর রহমান।

সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি কুমিল্লার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম সুমন, মো. সাখাওয়াতুর রহমান ইমন, রায়হানে গাউস পেয়ারী, মেহেদী হাসান আশরাফী, ধনঞ্জয় চন্দ্র দাস, দীন মোহাম্মদ, মো. সোহান মিয়া, নুসরাত জাহান হিভা।

যুগ্ম সাধারণ সম্পাদক- ইয়াসিন মিয়া, মেহেদী হাসান সৈকত, সাজ্জাদ হোসাইন সাকিব, মো. রায়হান উদ্দীন, মো. সাইফুল ইসলাম, কামাল হোসেন অপু, শাহ মোস্তফা শাওন, সাইদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক- মো. আশরাফুল আলম, মোহাম্মদ রাকিবুল আমিন, নেছার উদ্দিন চৌধুরী, সানজিদা আক্তার। অর্থ সম্পাদক- মাহমুদুল হাসান।

এছাড়া প্রচার, দপ্তর, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা, সমাজসেবা, ছাত্রকল্যাণ, তথ্যপ্রযুক্তি, কর্মসূচি পরিকল্পনা, ত্রাণ ও ধর্মবিষয়ক সম্পাদকসহ প্রায় ৫০ সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা জেলা সমিতি শুরু থেকেই রাবিতে কুমিল্লার শিক্ষার্থীদের পাশে রয়েছে। বর্তমানে রাবিতে প্রায় ৫০০ শিক্ষার্থী কুমিল্লা জেলা থেকে এসেছেন। যারা এ সংগঠনের সঙ্গে যুক্ত। প্রতি বছর শিক্ষার্থীদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়