Apan Desh | আপন দেশ

রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ  

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬ শতাংশ  

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে  উপস্থিতির হার ছিল ৮৬.৪৬ শতাংশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয় বেলা ১১টায় এবং শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

এদিন দুপুরে এ তথ্য জানান রাবি কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গোলাম মর্তুজা।

তিনি জানান, ঢাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৮৬.৪৬ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ১৬,৩৩৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৪,১২৪ জন এবং অনুপস্থিত ছিলেন ২,২১২ জন।

সরজমিনে দেখা গেছে, সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় জমিয়েছেন। পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় সময় ও ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা অনেক ভালো ছিল।

পরীক্ষার্থী রাকিব হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার অনুভূতির জায়গা। কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিয়েছি। প্রশ্ন যথেষ্ট মানসম্পন্ন ছিল। কিছুটা কঠিন মনে হলেও সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি ভালো কিছু হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, অত্যন্ত সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার সম্পন্ন হয়েছে। কোনো অনিয়মের রিপোর্ট আমাদের কাছে আসেনি। প্রশ্নপত্র ফাঁস, কাউকে বহিষ্কার করা কিংবা কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

উল্লেখ্য, ঢাকাসহ আটটি বিভাগীয় কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়