Apan Desh | আপন দেশ

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

ইব্রাহিম আনছারি অপূর্ব

এবার ব্রাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম আনছারি অপূর্বকে (২৪) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলার আসামি সে। 

 রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার জানান, গত বছর ১৯ জুলাই বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণীর রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমত জাহান ইলোরা বাদী হয়ে ২৮ জুলাই বাড্ডা থানায় মামলা করেন। গ্রেফতার অপূর্ব ওই মামলার আসামি।

গ্রেফতার ইব্রাহিম আনছারি অপূর্বকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপন দেশ/এম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়