Apan Desh | আপন দেশ

শেষ হলো জাবির ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ২৩:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শেষ হলো জাবির ভর্তি পরীক্ষা

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। পরীক্ষার ষষ্ঠ দিন কলা ও মানবিকী অনুষদভক্ত (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ) ‘সি-১’ ইউনিট এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষার মাধ্যমে এবারের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়৷ 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ একইদিনে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে দ্বিতীয় ও তৃতীয় শিফটে ভর্তিচ্ছু ছাত্রীদের। চতুর্থ শিফটে ভর্তিচ্ছু ছাত্রদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান নতুন কলা ভবনে ভতি পরীক্ষা পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।  এজন্য আমি সহকর্মীসহ সকল অংশীজনকে ধন্যবাদ জানাচ্ছি। 

এবারের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল টিমের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে রোভার স্কাউট, বিএনসিসি,গণমাধ্যম প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি৷ 

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ  সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এছাড়া ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে। চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়