
ছবি: সংগৃহীত
অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী বৈশাখী। তিনি ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই নেত্রী ইডেন কলেজে অনার্সের সার্টিফিকেট তুলতে এরে প্রথমে তাকে কলেজের ভেতরে আটকে রেখে পুলিশের কবর দেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে বৈশাখীকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ওসি কাশৈনু। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ নেত্রী বৈশাখী কলেজে তার অনার্সের সার্টিফিকেট তুলতে আসেন। এ সময় তাকে চিনতে পেরে সাধারণ শিক্ষার্থীরা কলেজের মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।