Apan Desh | আপন দেশ

কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫

খুলনা প্রতিনিধি  

প্রকাশিত: ১৭:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫

ছবি: আপন দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার দাবি নিয়ে এ ঘটনা ঘটে।   

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকালে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এছাড়া উপাচার্যের বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এদিকে,  ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ১৮ জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করাসহ ৪ দফা দাবি জানিয়েছেন।

আটন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়