Apan Desh | আপন দেশ

সিন্ডিকেটের সিদ্ধান্ত

কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

ছবি: আপন দেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। কোনো শিক্ষার্থী রাজনীতিতে জড়িত থাকলে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৩তম সভায় এসব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনার তদন্তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম এম এ হাসেমকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন>>>কুয়েটে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫

সহ-উপাচার্য শেখ শরীফুল আলম জানান, সংঘর্ষে জড়িত বহিরাগতদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সংঘর্ষের পর কুয়েট ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মেডিক্যাল সেন্টারে সাধারণ শিক্ষার্থীরা ভিসি প্রফেসর ড. মোহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে রেখেছেন। তারা ভিসির পদত্যাগসহ ছয় দফা দাবি জানিয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়