Apan Desh | আপন দেশ

আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়েপ্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আত্মহত্যার চেষ্টা করা জবি শিক্ষার্থীর মৃত্যু 

জবি শিক্ষার্থী আহাদ

গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আহাদ মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন ওই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাশরিক হাসান।

তিনি জানান, আহাদ ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে আহাদ সূত্রাপুর এলাকায় নিজ ভাড়া মেস বাসায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নেয় মেসের বন্ধরা। সেখান থেকে ওই শিক্ষার্থীকে ম্যাক্সওয়েল প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে আইসিইউতে অক্সিজেন দেয়া হয়। অবস্থার অবনতি হলে ওই হাসপাতাল থেকে আহাদকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়।

বুধবার দুপুর ১টার দিকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলায়।  

আহাদের  বিভাগের শিক্ষক ও সহপাঠীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে আহাদ হতাশায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না বলেও জানান মেসের বন্ধুরা। তবে তার হতাশার নির্দিষ্ট কারণ জানা যায়নি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়