Apan Desh | আপন দেশ

ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব আমরা: বাকৃবি উপাচার্য

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ঐক্যবদ্ধভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব আমরা: বাকৃবি উপাচার্য

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাকৃবির প্রভাত ফেরী

ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, ন্যায়ের পথে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাকৃবি উপাচার্য বলেন, অত্যাচারীদের বিরুদ্ধে দাবি আদায়ে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। প্রত্যেকটি আন্দোলন আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। প্রকৃতি মাঝে মাঝে বেঁকে বসে। চরম অন্যায়-অনিয়মের কারণেই সেই বেঁকে বসার পরিণামে পতন অনিবার্য হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও আমরা ভোট দিতে পারি না।

 তিনি বলেন,ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সব কুচক্রীদের আমাদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। 

এর আগে সকাল ৭টায় ঈশা খাঁ হল সংলগ্ন প্রথম শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ও শপথ বাক্য পাঠ করান ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এরপর সকাল সাড়ে ৭টায় শিক্ষক সমিতির উদ্যোগে বৈশাখী চত্ত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা খালি পায়ে অংশ নেন।

সকাল সাড়ে ১০ টায় শিক্ষক কমপ্লেক্সে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান ও একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাকৃবি শিক্ষক সমিতি। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। 

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়