Apan Desh | আপন দেশ

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের সমাবেশ 

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:২১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের সমাবেশ 

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে জবি শিক্ষার্থী ফোরামের সমাবেশ 

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। এ সময় নারী-শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় তারা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা সারাদেশে ক্রমাগত ধর্ষণের কথা উল্লেখ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এখন তাদেরই ধর্ষণ করা হচ্ছে। নারীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার এর সুষ্ঠু বিচার করছে না। সরকারের এহেন কাজ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সঙ্গে বেইমানির সামিল। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সুষ্ঠু তদন্ত এবং বিচার না করতে পারে তাহলে পদত্যাগ অবিলম্বে পদত্যাগ করুন।

বাংলা বিভাগের শিক্ষার্থী শতাব্দীকা উর্মি বলেন, দেশে সন্ত্রাসীরা একপ্রকার ফ্রি পাশ পেয়ে গেছে। ঘুম থেকে উঠে একের পর এক ধর্ষণ, ছিনতাই, খুনের খবরে আমি এদেশের নাগরিক হিসেবে তীব্র আতঙ্কে থাকি। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রক্তের ওপর যে সরকারকে বসিয়েছি, তার এ রকম রাষ্ট্রচালনার বৈশিষ্ট্য হলে বলতে চাই, তিনি অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করতে চান। অবিলম্বে জনতার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি তা না পারেন, ব্যর্থতা স্বীকার করে নিয়ে ক্ষমতা ছেড়ে দেন। 

নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের কিশোয়ার সাম্য বলেন, ইন্টেরিমকে হানিমুন পিরিয়ড এ রাখার আর কোনো সুযোগ নেই। যথেষ্ট সময় তারা পেয়েছে। এবার তাদের দায় নেবার পালা। প্রতিটি ধর্ষণের দায় তাদের নিতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি তারা না পারে, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করুক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিলো- সবচেয়ে উল্লেখযোগ্য। অথচ এখন আমাদেরকে নারীবান্ধব রাষ্ট্রের দাবি তুলতে হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তার দাবি ছিল এ জুলাই আন্দোলনের সবচেয়ে বড় আকাঙখা। এখনও সে চাওয়া পূর্ণ হয়নি। আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি।

উল্লেখ্য, বিগত কয়েকদিনে দেশব্যাপী বিশৃঙ্খল পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবনতির সুযোগে নারী নির্যাতন, ধর্ষণ ও ছিনতাই আতংক হয়ে দাঁড়িয়েছে। গত দুদিনে ধর্ষণের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়