Apan Desh | আপন দেশ

কৃষি উন্নয়নে ত্রিবিধ সম্পদের সঠিক ব্যবহার করতে হবে

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

কৃষি উন্নয়নে ত্রিবিধ সম্পদের সঠিক ব্যবহার করতে হবে

ছবি : আপন দেশ

বাংলাদেশ জনবল, জমি ও জল—এই ত্রিবিধ সম্পদে অনন্যভাবে সমৃদ্ধ। এ সম্পদের বিজ্ঞানসম্মত ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

তিনি বলেন, কৃষির উন্নয়নের জন্য প্রয়োজন বিজ্ঞানভিত্তিক কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ। সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে কৃষিখাতে আরও অগ্রগতি সাধন করা সম্ভব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা।

রেজিস্ট্রার আরও বলেন, ইউজিসির অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমে দেশের কৃষিখাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হচ্ছে। নতুন প্রযুক্তির উদ্ভাবন কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে, যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষিভিত্তিক শিল্পের প্রসার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়