
ছবি: আপন দেশ
দেশের বৃহৎ পত্রিকা ভিত্তিক প্রতিযোগিতা ‘দ্য ডেইলি স্টার নিউজপেপার অলিম্পিয়াড’ এবার ময়মনসিংহ অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই আঞ্চলিক পর্বটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত হবে।
প্রতিযোগিতায় ৩য় শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হবে— ক (৩য়-৫ম শ্রেণি), খ (৬ষ্ঠ-৮ম শ্রেণি), গ (৯ম-১০ম শ্রেণি), ঘ (১১শ-১২শ শ্রেণি) ও ঙ (বিশ্ববিদ্যালয় ও তদূর্ধ্ব)।
এছাড়াও সকল অংশগ্রহণকারী সনদপত্র ও সৌজন্য উপহার পাবেন। আঞ্চলিক পর্বের বিজয়ীদের জন্য টি-শার্ট, মেডেল ও সনদপত্র থাকবে, পাশাপাশি তারা জাতীয় পর্বে অংশগ্রহণেরও সুযোগ পাবেন। প্রতিযোগিতায় অংশ নিতে ২০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য লিংকে প্রবেশ করতে হবে (https://tickhost.site/event/nno-season4/)।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দেশসেরা গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন ১ লাখ টাকা, মিডিয়া ক্যাম্পে অংশ নেয়ার সুযোগ ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।