
ছবি: আপন দেশ
শিক্ষকদের প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ১৮/২০ জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনে তালা দিতে যান শিক্ষার্থীরা। এ সময় ভবনের ভেতরে থাকা শিক্ষকরা বেরিয়ে আসেন এবং বাধা দেন।
শিক্ষার্থীরা জানায়, ভিসি মাছুদকে আমরা বর্জন করেছি। প্রশাসনের ওপর আমরা আস্থা রাখি না, তারা আমাদের নিরাপত্তা দিতে পারেনি। এ ভিসিকে আমরা সবাই বর্জন করেছি, তাই ভিসির বাসভবনে কেউ থাকতে পারবে না। গত ২২ ফেব্রুয়ারি সব শিক্ষার্থী মিলে ভিসির বাসভবনের তালা মেরে দিয়েছিলাম।
কিন্তু সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আমাদের কাছে খবর আসে যে ভিসির বাসভবনের তালা ভাঙা হয়। এদিন আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার ভেতরে যেন ভিসির বাসভবন খালি করে দেয়া হয়।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিরাপত্তার স্বার্থে চলে গেছে। তারপরেও আমরা আছি, তাই হল খোলা আছে। অ্যাকাডেমি কার্যক্রম আমরা বন্ধ রেখেছি।
আরও পড়ুন<<>>৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আশরাফুল গনি ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ছাত্রদের দাবি বিষয়টি মাথায় রেখে প্রশাসন কাজ করছে, আমরাও কাজ করছি। কিন্তু কিছু কিছু ছাত্র তাদের সীমা অতিক্রম করছে। তারা ছাত্রদের সঙ্গে খারাপ আচরণ করছে, আমাদের বিভিন্নভাবে গালিগালাজ করছে। এটা তারা করবে কখনো আশা করিনি।
তিনি আরও বলেন, আমরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করছি, তোমাদের দাবির সঙ্গে আমরা একমত। দাবি যদি পূরণ না হয় তারপর ভিসি, প্রো-ভিসির পদত্যাগের বিষয়। আমরা দেখছি ভিসি, প্রো-ভিসি ছাত্রদের প্রত্যেকটা দাবির বিষয়ে কাজ করছে, তাদেরকে তো কাজ করতে দিতে হবে। এতটুকু সময় ধৈর্য্য ধারণের জন্য আমরা ছাত্রদের আহ্বান জানাচ্ছি। তারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আমরা আবাসিকে পরিবার নিয়ে থাকি সেখানে যেন না আসে। তাদের সব দাবি পূরণ হোক এটা আমাদেরও প্রত্যাশা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।