Apan Desh | আপন দেশ

ইন্টার্নশিপ সনদ পেলেন বাকৃবির ১৯১ শিক্ষার্থী 

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ইন্টার্নশিপ সনদ পেলেন বাকৃবির ১৯১ শিক্ষার্থী 

বাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের সনদ বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ১৯১ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ভেটেরিনারি অনুষদের ৫৮তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রাণিসম্পদ অধিদফতরের প্রশাসন শাখার পরিচালক ডা. মো. বয়জার রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির অ্যাগ্রোভেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার রুবাইয়াত নূরুল হাসান। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আজিমুন নাহারসহ অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা। 

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ইন্টার্নশিপ তাদের বাস্তব সমস্যার সমাধান ও রোগ নির্ণয়ের দক্ষতা বাড়াতে সহায়তা করবে। আধুনিক পশুচিকিৎসায় গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে কাজ করতে হবে।

ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষার্থীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহবান জানাই। যাতে তারা ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী সাইদুজ্জামান বলেন, আজ আমরা দীর্ঘ ৫ বছরের একটি সফর শেষ করলাম। ২১তম ইন্টার্নশিপের সনদপত্র প্রদান অনুষ্ঠানে নিজের অর্জিত সম্মাননা গ্রহণ করে সত্যিই আমি গর্বিত। আজ আমরা প্রতিটি ভেটেরিনারিয়ান দেশের মানুষের কাছে ঋণী। এ ঋণ ইনশাআল্লাহ আমরা আমাদের সেবা প্রদানের মাধ্যমে কিছুটা হলেও কমানোর চেষ্টা করে যাবো। সেই সঙ্গে ভেটেরিনারি অনুষদের সাফল্য কামনা করছি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়