Apan Desh | আপন দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের পদযাত্রা 

রাবি শিক্ষার্থীদের পদযাত্রা 

সারা দেশে ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে তালাইমারিতে এসে শেষ হয়।

‘শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন’-এর ব্যানারে সমাবেশে শিক্ষার্থীরা তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো- আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, ধর্ষকদের গ্রেফতার এবং জেল থেকে পালিয়ে যাওয়া আবরার ফাহাদের খুনিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 

এ সময় ‘ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না’,‘আমার মাটি আমার মা, ধর্ষকদের দিবো না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাইরে, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘ধর্ষক ঠিকানা এ বাংলায় হবে না’, ‘এক দফা এক দাবি জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়’ এসব স্লোগান দিতে দেখা যায়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদি মারুফ বলেন, ধর্ষকরা যে যেখানেই থাকুক, তাদের অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। আমরা সোমবার (২৪ ফেব্রুয়ারি) জানতে পারি আবরার ফাহাদের খুনি জেল থেকে পালিয়ে গেছে। সে কীভাবে জেল থেকে পালালো? এ দেশের আইন কী দ্বায়িত্ব পালন করেছে? এ দ্বায়িত্ব পালনে যারা ব্যর্থ হয়েছে, তাদের অতি দ্রুত পদত্যাগ করতে হবে। আবরার ফাহাদের হত্যাকারীকে দ্রুত আটক করতে হবে। 

তিনি আর বলেন, অপারেশন ডেভিল হান্টে শুধু চুনোপুটিদের গ্রেফতার করা হচ্ছে। কিন্তু রাঘববোয়ালদের তারা ছেড়ে দিচ্ছে। আপনাদের জানিয়ে দিতে চায়, ছাত্রসমাজ যদি একমত থাকে আপনারা পালানোর যায়গা পাবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের জানিয়ে দিতে চায়, রাষ্ট্রের যে মহান দ্বায়িত্ব আপনারা কাধে নিয়েছেন তা সঠিকভাবে পালন করুন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়