
ছবি: আপন দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘ব্রহ্মপুত্র নদে মাছ ও জলজ খাদ্যশৃঙ্খলে সীমান্তবর্তী মাইক্রোপ্লাস্টিক দূষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. হারুনুর রশীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সহ-গবেষক ও সহযোগী অধ্যাপক ড. কাইজার আহমেদ সুমন।
অনলাইনে বক্তব্য দেন ভারত থেকে রাজদীপ দত্ত ও ভুটান থেকে গীতা দাহল। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. শামছুল আলম, অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক ড. শাহরোজ মাহেন হকসহ শিক্ষক, কর্মকর্তা, গবেষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন>>>বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, মাইক্রোপ্লাস্টিক দূষণের কারণে ভারত ও বাংলাদেশ ঝুঁকির মুখে। প্লাস্টিক বর্জ্য খাদ্যশৃঙ্খলে প্রবেশ করে স্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করছে।
তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় এখন থেকেই বাকৃবির সব অফিসে প্লাস্টিক বোতলজাত পানির ব্যবহার নিষিদ্ধ করা হলো। ভবিষ্যতে কোনো অফিসে এটি ব্যবহার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।