Apan Desh | আপন দেশ

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী, নির্বাচনের ভোটগ্রহণ আগামী জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যা পর্যালোচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে। ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ১৯ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

এরপর ২০ মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে। ২২ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ মে। সবশেষে নির্বাচনের ভোটগ্রহণ জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য কমিশন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।

নির্বাচনের ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ জানতে চাইলে রাকসুর কোশাধ্যক্ষ ড. মো. সেতাউর রহমান বলেন, আসলে নির্দিষ্ট তারিখ এখনই বলা সম্ভব নয়। কারণ সেটি নির্বাচন কমিশনের অনুমোদনের পর চূড়ান্ত হবে। তবে এটি নিশ্চিত যে নির্বাচন জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল আয়োজন সম্পন্ন হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়