Apan Desh | আপন দেশ

রাবি ক্যাম্পাসে অবৈধ দোকান উচ্ছেদ

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ২২:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রাবি ক্যাম্পাসে অবৈধ দোকান উচ্ছেদ

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে অবৈধ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ৫০টি দোকান অপসারণ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সুবিধার জন্য কিছু ভ্রাম্যমাণ দোকান চালু রাখার অনুমতি দেয়া হলেও ভবিষ্যতে নির্দিষ্ট স্থানে শৃঙ্খলিত দোকান স্থাপনের পরিকল্পনা রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তার সঙ্গে ছিলেন প্রক্টরিয়াল টিম ও এস্টেট দফতরের সহকারী রেজিস্ট্রার মো. রজব আলী।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের সামনে, মমতাজ উদ্দিন কলা ভবন, শহীদুল্লাহ্ কলা ভবন, মেয়েদের হলগুলোর সামনে, ইবলিশ চত্বরের পাশে, ডিনস’র সামনে, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম, আমতলা, স্টেডিয়াম মার্কেট, বিজ্ঞান ভবনগুলোর পাশসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও এস্টেট দফতর।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দফতরের সহকারী রেজিস্ট্রার মো. রজব আলী বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থে আমরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এর আগে আমরা দুইবার এসব দোকান সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান ও অভিযান পরিচালনা করেছি। সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি আমরা মাইকিং ও চিঠি দিয়ে তাদের দোকান সরিয়ে নেয়ার জন্য বলি। নির্ধারিত সময় শেষে অনেকেই সরিয়ে নিয়েছে। তবে যেসব দোকান এখনও রয়ে গেছে সেগুলো আজ আমরা উচ্ছেদ করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসে যারা অবৈধ দোকান পরিচালনা করছেন, তাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছিল। এ সময়ের মধ্যে তারা সরে না যাওয়ায় এস্টেট দফতরের সঙ্গে আমরা অভিযান পরিচালনা করেছি। তবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রতিদিন চলে যাবে—এমন শর্তে কিছু ভ্রাম্যমাণ দোকান রাখা হয়েছে। পরবর্তীতে আমরা কিছু জায়গা চিহ্নিত করে সেখানে প্রশাসনের তত্ত্বাবধানে দোকান স্থাপন করব, যা ক্যাম্পাসের সৌন্দর্য বজায় রাখবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়