Apan Desh | আপন দেশ

বেরোবি প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৭, ২ মার্চ ২০২৫

বেরোবি প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

বেরোবির ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (০২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ ইফতারের আয়োজন করা হয়৷

এদিন প্রথম রমজানের ইফতারে তিন হাজার শিক্ষার্থীর সঙ্গে ইফতার করেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো.শওকাত আলী।

সংযমের মাস পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান বেরোবি উপাচার্য।

আরওপড়ুন<<>>মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ: ধর্ম উপদেষ্টা

এ সময় তিনি বলেন, রমজান মাসের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে ইফতার করতে পেরে আনন্দ বোধ করছি। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতা। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা আমাদের রমজানকে কবুল করুক।

দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়