Apan Desh | আপন দেশ

মাভাবিপ্রবি বিএমবি বিভাগের অন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩১, ৩ মার্চ ২০২৫

মাভাবিপ্রবি বিএমবি বিভাগের অন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

ছবি: আপন দেশ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী অন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (০২ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় ক্যাম্পাসের মান্নান হলের মাঠে টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। যার মধ্যে ছিল টিম মাইক্রোবস, টিম ওরিয়র, টিম উইজার্ড ও টিম থান্ডার্স। ফাইনালে টিম মাইক্রোবস ও টিম ওরিয়র অংশগ্রহণ করে। ফাইনালে টিম মাইক্রোবস ৩৫ রানে টিম ওরিয়রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। 

টুর্নামেন্টে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন- নয়ন বিশ্বাস (বিএমবি-৭ম ব্যাচ), ম্যান অফ দ্য ফাইনাল ও সেরা ব্যাটস ম্যান- সৈকত আহমেদ (বিএমবি-৪র্থ ব্যাচ), সেরা বোলার- সামিউল সিয়াম (বিএমবি-৮ম ব্যাচ), সেরা উইকেট কিপার-ডিপেন দিপ (বিএমবি- ৮ম ব্যাচ), ইমার্জিং প্লেয়ার- সাজ্জাদ (বিএমবি-৯ম ব্যাচ)। 

টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে বিএমবি বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম (বিএমবি-৭ম ব্যাচ) জানান, পড়াশোনা ও গবেষণার পাশাপাশি, বিএমবি বিভাগ প্রতিবছর বিভিন্ন ধরনের খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে। এসবের মধ্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এ উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি। একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারি।

টুর্নামেন্টের কো-অর্ডিনেটর শাহ পরাণ শুভ (বিএমবি-৬ষ্ঠ ব্যাচ) জানান, বর্তমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা, প্রজেক্ট, থিসিস এগুলোর মধ্যে একটু মানসিক অবকাশের জন্য এ টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল। অনেক ধরনের ব্যস্ততা ও খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে পেরে আমি টুর্নামেন্ট কো-অর্ডিনেটর হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করছি। প্রত্যেকটি টিমের প্লেয়ার ও জুনিয়র ভাই বোনসহ ডিপার্টমেন্টের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সকলেই অনেক সহযোগিতা করেছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রভাষক ফাহিম আলম নোবেল স্যারের প্রতি যিনি শুরু থেকে শেষ অবধি টুর্নামেন্টটি সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, টুর্নামেন্ট চলাকালে আমার ব্যাচমেট ফাহিম,  জুনিয়র আরিফ, সেতু, হাফিজ, নয়ন, ইফতে খাইরুল, অঙ্গন, সাজ্জাদ, আশিক, দিপু, লোকমান, হানিফ ও ১১ তম ব্যাচের সকল জুনিয়র অনেক সহযোগিতা করায় আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, ডিপার্টমেন্টের বিভিন্ন প্রোগ্রামে তাদের এমন শারীরিক পরিশ্রম ও মানসিক সাপোর্টকে আমি সাধুবাদ জানা। আশা রাখি তারা ভবিষ্যতে ডিপার্টমেন্টকে আরও সুন্দর কিছু প্রোগ্রাম উপহার দিবে, ইনশাআল্লাহ। 

চ্যাম্পিয়ন টিম মাইক্রোবসের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন, ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. খাইরুল ইসলাম, প্রভাষক কামরুজ্জামান ও প্রভাষক ফাহিম আলম নোবেল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়