
মীম মোকাদ্দেস ও মো. মেহেদী হাসান আরমান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীম মোকাদ্দেস সভাপতি হিসাববিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান আরমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কমিটির অনুমোদন করা হয়। এ সময় আংশিক কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুবার রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রায়হান কবির ও আব্দুর রশিদ। যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিয়া আক্তার মীম, শ্রাবণ চন্দ্র শর্মা, জান্নাতুল ফেরদৌস জুই ও সিজানা জামান। সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, দেলোয়ার হোসাইন, সাদাফ অপি, সোহেল সরকার, আতিয়া তাইয়েবা নেহা ও সম্পা রানী সরকার, অর্থবিষয়ক সম্পাদক এস এম হাফিজুল রহমান, প্রচার সম্পাদক মিনহাজুর রহমান, দপতর সম্পাদক সাদিদ লোহানি।
এ সময় রংপুর সদর ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি হাকিমুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।