Apan Desh | আপন দেশ

বাকৃবির বৃহত্তর রংপুর সমিতির সভাপতি হাবিবুর, সম্পাদক আখতারুল

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ৪ মার্চ ২০২৫

বাকৃবির বৃহত্তর রংপুর সমিতির সভাপতি হাবিবুর, সম্পাদক আখতারুল

সভাপতি-সম্পাদক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) নতুন কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম।

এছাড়া সহ-সভাপতি পদে কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. মেজবাউল হক (মিজু), সাংগঠনিক সম্পাদক পদে মো. উমর ফারুক, মো. মারুফ হাসান মিলু, মো. সাদনান শিহাব, আহসান হাবীব ও শ্রাবণী রায়।

আরওপড়ুন<<>>প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের তারিখ ঘোষণা

দফতর সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেজবাউল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস. এম. আসাদ সৌমিক, শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাসলিমা আকতার, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক ছন্দা রানী রায় এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন, মৌন আল আহমেদ, সাদিয়া আফরিন কলি, সাকিব আহমেদ (রাফি), মোছা. ফারজিয়া লুবনা তুবা, মো. ইফতে খায়রুল ইসলাম উৎস , মো. ইমন ইসলাম, কে. এ. জুলফিকার, তৌহিদা নাজনীন রিপা, ডেভিড রায়, সাবিকুন নাহার সেতু, মো. হযরত বিল্লাল হৃদয়, আহমাদ আজাদ, মেহেদী হাসান প্রিন্স, মোছা. জ্যোতি আকতার ও মো. ইমরান।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়