
বিএমডিসি ভবনে তালা দিয়ে বাইরে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ছবি: আপন দেশ
ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ১৮-১৯ ব্যাচের শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি (সাপ্লি) পরীক্ষা বাতিলের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ভবনের গেটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (০৫ মার্চ) সকাল ৯টা থেকে তারা রাজধানীর পুরানা পল্টনে বিএমডিসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন। ভবনের ভেতরে আটকা পড়েছেন কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ। কথা বলছেন আন্দোলনকারীদের সঙ্গে।
শিক্ষার্থীরা জানান, ডিএমসির নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যাচ দুইবার সাপ্লি পরীক্ষার সুযোগ পান। তবে ১৮-১৯ ব্যাচের ক্ষেত্রে তা দেয়া হচ্ছে না। শুধুমাত্র রেগুলার পরীক্ষা নেয়া হয়েছে। কিন্তু সাপ্লি পরীক্ষা বাতিল করা হয়েছে।
মেডিকেল শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার চাইছি। নিয়ম অনুযায়ী আমাদের দুটি সাপ্লি পরীক্ষার সুযোগ থাকার কথা। কিন্তু এখন সেটা দেয়া হচ্ছে না। আমরা ডিএমসি, ডিএন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম। তবে এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি।
শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় দুই দফা সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ করলেও পরে তা প্রত্যাহার করা হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির কথা জানাতে এসেছি। যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
আরও পড়ুন <<>> স্কুলের ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিল
অবস্থান কর্মসূচির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষার্থীরা পুলিশের কাছে অনুরোধ করেন, যাতে বিএমডিসির চেয়ারম্যান তাদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেন।
পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেয়। তবে শিক্ষার্থীরা জানান, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।