Apan Desh | আপন দেশ

বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস চুরি

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ৫ মার্চ ২০২৫

বাকৃবির পরিবহন শাখা থেকে মাইক্রোবাস চুরি

বাকৃবি পরিবহন শাখা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে একটি মাইক্রোবাস ও চারটি গাড়ির টায়ার চুরি হয়েছে।

বুধবার (০৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিসি টিভির ফুটেজে আমরা দেখেছি, আজ আনুমানিক ভোর সাড়ে ৫টায় পরিবহন শাখার পিছন দিকের দেয়াল টপকে বোরকা পরিহিত একজন এবং তার সহযোগী ভেতরে প্রবেশ করে। এরপর তারা টায়ার রাখার রুমের তালা কেটে চারটি টায়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) উঠিয়ে নেয়। 

এর পর পরিবহন শাখার মেইন গেটের তালা কেটে টায়ারসহ মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। এ সময় পরিবহন শাখার গার্ড ঘুমাচ্ছিল। আমরা ঘটনার বিষয়ে অবগত হবার পরপরই সিসি টিভির ফুটেজ পুলিশ এবং ডিবির কাছে হস্তান্তর করি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে পরিবহন শাখার পরিচালক জানান, টায়ার চারটির মধ্যে দুটি বড় গাড়ির এবং দুটি ছোট গাড়ির। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ হাজার টাকা। তবে মাইক্রোবাসটি ২০-২৫ বছরের পুরোনো।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা পুলিশের কাছে সিসি টিভির ফুটেজ হস্তান্তর করেছি। পুলিশ আসামিকে শনাক্ত করে ধরার চেষ্টা করছে। পুলিশের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। বিশ্ববিদ্যালয়ের যে কোনো চুরির বিষয় আমরা তদন্ত করি। তদন্তে আমাদের নিরাপত্তা কর্মীদের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়