
ফাইল ছবি।
মাদক সেবনের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই আবাসিক হলে ১৩ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (০৭ মার্চ) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও শহীদ মোহাম্মদ শাহ হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, শেখ রাসেল হলের ১০ জন এবং শহীদ মোহাম্মদ শাহ হলের ৩ জন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ছাত্রকল্যাণ অধিদফতরের পরিদর্শক দল দুই হলে অভিযান চালায়। এ সময় কিছু শিক্ষার্থীকে মাদক সেবন করতে দেখা যায়। পরে তাদের আটক করা হয়।
আরওপড়ুন<<>>চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করলো বাকৃবি প্রশাসন
আগামীকাল (রোববার) দুপুরে স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির জরুরি সভায় তদন্ত সাপেক্ষে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ মোহাম্মদ শাহ হলে মাদক রাখা ও সেবনের দায়ে চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য অ্যাকাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।