Apan Desh | আপন দেশ

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল ঢাবি

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:০০, ৯ মার্চ ২০২৫

আপডেট: ১১:৩০, ৯ মার্চ ২০২৫

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে উত্তাল ঢাবি

ছবি : আপন দেশ

মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণসহ অসখ্য নারী নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। রোববার (৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। 

এর আগে রাত ১২টার দিকে কবি সুফিয়া কামাল হল থেকে বেরিয়ে আসেন হলটির আবাসিক ছাত্রীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন হলের ছাত্রীরা। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাত ১টার দিকে তারা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ছাত্রীদের এ বিক্ষোভে বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল ছাত্ররাও অংশ নেন। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’. ‘দফা এক এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ’ `উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও'- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এমনকি ধর্ষকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেননি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহবায়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। আমরা আর এভাবে চলতে দিতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়