Apan Desh | আপন দেশ

ধর্ষকের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের 

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৬, ৯ মার্চ ২০২৫

ধর্ষকের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের 

ছবি : আপন দেশ

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শনিবার (৮ মার্চ) রাত দেড়টায় শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।

এসময় তারা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘চব্বিশের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

ইংরেজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, গত কয়েকদিনে দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও সরকারের নীরব ভূমিকা আমাদের ৭ বছরের নিরীহ আছিয়ার ধর্ষিত লাশ উপহার দিয়েছে। বিচার না হওয়ায় আজ মাগুরায় ৮ বছরের শিশুকেও ধর্ষণের শিকার হতে হলো। আমরা ৪৮ ঘণ্টার মধ্যে এসব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করব।

শিক্ষার্থীরা রাত তিনটা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়