Apan Desh | আপন দেশ

ধর্ষণের প্রতিবাদে নিটারে শিক্ষার্থীদের মানববন্ধন

নিটার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ৯ মার্চ ২০২৫

ধর্ষণের প্রতিবাদে নিটারে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবি: আপন দেশ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এ সারাদেশে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার (০৯ মার্চ) দুপুর দেড়টায় নিটারের শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ নিয়ে মানুষ ক্ষুব্ধ ও আতঙ্কিত। শিক্ষার্থীরাও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধু প্রতিবাদ করলেই হবে না, প্রতিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ধর্ষণের মতো অপরাধ বন্ধ হয়নি। সময়ের সঙ্গে এর প্রকোপ আরও বেড়েছে। এবার শুধু নিন্দা জানিয়ে থামতে চাই না, আমরা ধর্ষণের মূল উৎপাটন চাই।

বক্তারা বলেন, ধর্ষকদের এমন শাস্তি দিতে হবে, যা দেখে ভবিষ্যতে কেউ এ জঘন্য অপরাধ করার সাহস না পায়। কেবল আইনের কঠোরতা নয়, নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। ধর্মীয় মূল্যবোধকে উপেক্ষা করে উন্নয়নের বুলি আওড়ানোর কারণে সমাজে নৈতিক অবক্ষয় বেড়েছে।

পরিবার ও সমাজকে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে বলে শিক্ষার্থীরা মত দেন।

শিক্ষার্থীরা পর্নোগ্রাফি নিষিদ্ধ করার পাশাপাশি অশ্লীল চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের দাবি জানান। তারা বলেন, বারবার দাবি উঠলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

কর্মসূচিতে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, ধর্ষণের বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। তারা সরকারের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়